এবং আল্লাহর সম্যক জানা আছে যা সে প্রসব করেছে। আর ওই পুত্র সন্তান, যা সে চেয়েছে, এ কন্যা সন্তানের মতো নয়।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৩৬) সূরা আ-ল-ই ‘ইমরান’।
দাঁড়াইয়া নামাজ পড়, যদি তা না পার তবে বসিয়া পড়, তাহাতেও যদি অসমর্থ হও, তবে কাত হইয়া পড়।
– আল-হাদিস (বোখারী)।
অর্থের জন্য প্রেম করা আর নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা একই জিনিস।
– জন ক্রাউন।