আল্লাহ তোমাদের থেকে সেটার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা শাস্তি দেবেন। এবং আল্লাহ প্রত্যেক বস্তুর উপর শক্তিমান।
-আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৮৪) সূরা বাক্বারা।
আল্লাহ বলিলেন মর্যাদা বিশিষ্ট জিনিসগুলো কি কি? হযরত রাসূলুল্লাহ (সাঃ) বলিলেন-লোককে আহার করান, মিষ্ট কথা বলা এবং মানুষের নিদ্রা কালে রাত্রে নামাজ পড়া।
– আল-হাদিস (তিরমিজী)
সব সময় নিজের উপর পূর্ণ আস্থা রেখ না, মনে রাখবে তোমার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে।
-সুইফট