ওই সব লোক,যারা নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে অতঃপর ব্যয় করার পর না খোঁটা দেয়, না ক্লেশ দেয়, তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে এবং তাদের না আছে কোন আশংকা, না আছে কোন দুঃখ।
-আল কুরআনের বঙ্গানুবাদ (২:২৬২) সূরা বাক্বারা।
দরিদ্র ব্যক্তি তাহার পরিশ্রমলব্ধ আয় হইতে তাহার আত্মীয় স্বজনকে যাহা দান করে তাহাই সর্বাপেক্ষা উত্তম দান।
-আল হাদিস (আবু দাউদ, বোখারী, নাছায়ী)।
আপোষ এবং সমঝোতাই জীবনকে সুন্দর করবে।
-সিডনি স্মিথ।