৭৮৬

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ৬:১১ পূর্বাহ্ণ

এরশাদ করলেন, তোমার কি নিশ্চিত বিশ্বাস নেই? আরয করলো, নিশ্চিত বিশ্বাস কেন থাকবে না। কিন্তু আমি এটা চাই যে, আমার অন্তরে প্রশান্তি এসে যাক।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৬০) সূরা বাক্বারা।

ভদ্রতা ও বিনয় ঈমানের দুইটি শাখা। বৃথা বাক্য ও অহঙ্কার মুনাফেকীর দুইটি শাখা।
– আল-হাদিস (ছগির)।

আগুনকে যে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারে না।
– রবীন্দ্রনাথ ঠাকুর।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধমানবসম্পদ উন্নয়নে চিত্তাকর্ষক অগ্রগতি