৭৮৬

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১০:৩৯ পূর্বাহ্ণ

এবং যে পিতার স্থলাভিষিক্ত, তার উপরও অনুরূপ অপরিহার্য। অত:পর যদি পিতা-মাতা উভয়ে পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ করতে চায়, তবে তাদের উপর গুনাহ্‌ বর্তাবে না। আর যদি তোমরা চাও যে,
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৩৩) সূরা বাক্বারা।

যে ব্যক্তি স্বীয় পিতা-মাতা ব্যতীত অন্য কাহাকেও পিতা-মাতা বলিয়া দাবি করে, তাহার শরীরে বেহেশ্‌তের হাওয়া পর্যন্ত লাগিবে না।
– আল-হাদিস (ইবনে মাজা)।

মিষ্টিভাবে আদেশ প্রদানের মধ্যে ও প্রবল শক্তি নিহিত থাকে।
– জর্জ হার্বার্ট।