কোন আত্মার উপর বোঝা রাখা হবে না, কিন্তু তার সাধ্য পরিমাণ। জননীকে ক্ষতিগ্রস্ত করা যাবে না তার সন্তান দ্বারা এবং না সন্তান যার তাকে তার সন্তান দ্বারা [ কিংবা জননী কষ্ট দেবে না আপন সন্তানকে এবং না সন্তান যার, সে তার সন্তানকে।
-আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৩৩) সূরা বাক্বারা।
জাহান্নামের মধ্যে হাব হাব নামক একটি জঙ্গল আছে, উক্ত জঙ্গলে আল্লাহতায়ালা একমাত্র জালেমদিগকে শাস্তি প্রদান করিবেন।
-আাল-হাদিস (তেবরানী)।
আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজ প্রতিবিম্ব দেখা যায়।
-মেটে।