নিশ্চয় যারা ঈমান এনেছে, আল্লাহর জন্য ঘরবাড়ি ছেড়েছে এবং আল্লাহর পথে নিজ সম্পদ ও জীবন দিয়ে যুদ্ধ করেছে আর ওইসব লোক, যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারা পরস্পর পরস্পরের উত্তরাধিকারী।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৭২) সূরা আল–আন্ফাল।
জুমার রাত্রি সর্বাপেক্ষা উজ্জ্বল এবং জুমার দিবস সর্বাপেক্ষা দীপ্তিময়।
– আল–হাদীস (বায়হাকী)।
সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য ও চেষ্টা।
– প্লুটাস।









