আর যদি তোমাদের মধ্যে এক হাজার থাকে, তবে তারা দু’হাজারের উপর বিজয়ী হবে– আল্লাহর নির্দেশক্রমে এবং আল্লাহ ধৈর্যশীলদের সামনে রয়েছেন।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৬৬) সূরা আল–আন্ফাল।
মানুষ স্বভাবতই হারাম বস্তুর প্রতি অধিকতর লোভী হইয়া থাকে।
– আল–হাদীস (ছগির)।
যে জিনিষের উত্থান আছে তার পতনও আছে।
– অস্টিন ডবসন।









