যা তোমাদেরকে জীবন দান করবে এবং জেনে রেখো যে, আল্লাহর নির্দেশ মানুষ ও তার মনের ইচ্ছাগুলোর অন্তরায় হয়ে যায় আর এ কথাও যে, তোমাদেরকে তাঁর প্রতি উঠতে হবে।
– আলকোরানের বঙ্গানুবাদ (৮ : ২৪ সূরা আল–আন্ফাল।
আল্লাহর প্রিয় বান্দাদের প্রসঙ্গ আলোচনাকালে আল্লাহর রহমত নাজেল হয়।
– আল হাদীস (ছগির।
হতাশা এবং অবিশ্বাস উভয়ই ভীতি দূর করে।
– উইলিয়াম আলেকজান্ডার।