অতঃপর সে এইগুলো থেকে পরিষ্কারভাবে বের হয়ে গেছে। তখন শয়তান তার পেছনে লাগলো অতঃপর সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলো।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৭৫) সূরা আল–আ’রাফ।
আল্লাহকে ভয় কর, তিনি তোমাকে মার্জনা করিবেন।
– আল–হাদীস (ছগির)।
জীবনকে যে ভালোবাসে না, তার কাছে সম্পদ, স্বাস্থ্য, ভালোবাসা অর্থহীন।
– জুভেনাল।