তুমি তা দ্বারা বিপথগামী করো যাকে চাও এবং সৎপথে পরিচালিত করো যাকে ইচ্ছা করো।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৫৫) সূরা আল–আ’রাফ।
যে ব্যক্তি বিনা ওজরে স্বেচ্ছায় তিন জুমআ পরিত্যাগ করে, সে মোনাফেক।
– আল–হাদিস (ইবনে হাব্বান)।
আত্মহত্যা জীবনের সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয়।
– (নেপোলিয়ান)।