এটা এ কারণে যে, তারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সেগুলো সম্বন্ধে গাফিল হয়ে থাকে।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৪৬) সূরা আল–আ’রাফ।
যখন তোমরা অতিরিক্ত প্রশংসাকারীগণকে দেখিতে পাও, তখন তোমরা তাহাদের মুখে ধুলি নিক্ষেপ কর।
– আল–হাদিস (মোসলেম)।
মানুষ–জাতি তাদের কল্পনার দ্বারা শাসিত হয়ে থাকে।
– নেপোলিয়ান।