এবং আমি মূসার সাথে ত্রিশ রাতের ওয়াদা করেছি এবং সেগুলোর মধ্যে আরো দশটা বৃদ্ধি করে পূর্ণ করেছি।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৪২) সূরা আল–আ’রাফ।
ছোট ছোট গুনাহগুলিকে তুচ্ছ মনে করিও না। কেননা ঐগুলি যথন একত্রিত হয়, তখন উহাই মানুষকে ধ্বংস করিয়া দেয়।
– আল–হাদিস (আবু দাউদ)।
ভালো কাজ বপন কর, আর এতে করে সুখ স্মৃতির উদ্ভব হবে।
– ম্যাডম ডি স্টেইল।