(ফিরআউন) বললো, যদি তুমি কোন নিদর্শন নিয়ে এসে থাকো, তাহলে নিয়ে এসো! যদি তুমি সত্যবাদী হও।
— আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১০৬) সূরা আল–আরাফ।
তোমরা মিথ্যা হইতে দূরে থাকো, যেহেতু মিথ্যা মানুষকে পাপে পূর্ণ করিয়া দোজখে নিক্ষেপ করে।
— আল–হাদিস (ইবনে হাব্বান)
নীরবতাই অনেক সময় সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশের বাহন হয়ে দাঁড়ায়।
— সাডিয়ান।