এবং লোকদের পণ্যসমূহ কম দিও না আর যমীনের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠার পর ফ্যাসাদ ছড়িয়োনা; এটা তোমাদের কল্যাণই, যদি ঈমান আনো।
— আলকোরানের বঙ্গানুবাদ (৭ : ৮৫) সূরা আল–আরাফ।
মানুষ স্বভাবতই হারাম বস্তুর প্রতি অধিকতর লোভী হইয়া থাকে।
— আল হাদীস (ছগির)।
অত্যধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা প্রতিবাদের ভাষা খুঁজে পায় না।
— জন ক্লার্ক।