তাঁর সম্প্রদায়ের প্রধানগণ বললো, ‘নিশ্চয় আমরা তোমাকে নির্বোধ মনে করি এবং নিশ্চয় আমরা তোমাকে মিথ্যাবাদীদের মধ্যে গণ্য করি।’
– আল–কোরানের বঙ্গানুবাদ (৭:৬৬) সূরা আল আ’রাফ।
জুমার রাত্রি সর্বাপেক্ষা উজ্জ্বল এবং জুমার দিবস সর্বাপেক্ষা দীপ্তিময়।
– আল–হাদীস (বায়হাকী)।
উৎকৃষ্ট খাবারের সঙ্গে উৎকৃষ্ট বন্ধুর প্রয়োজন।
– এমিলি ডিকেন।