যখনই একটা দল প্রবেশ করবে, তখন অপর দলকে তারা অভিসম্পাত করবে; অবশেষে, যখন সবাই ওটাতে গিয়ে পড়বে তখন তাদের পরবর্তীগণ পূর্ববর্তীগণ সম্পর্কে বলবে,
– আল–কোরানের বঙ্গানুবাদ (৭ : ৩৮) সূরা আল–আ’রাফ।
যে বিচারক ন্যায় পরায়নতা ত্যাগ করে, আল্লাহ্তায়ালা সর্বদা তাহার প্রতি অসন্তুষ্ট থাকেন।
– আল–হাদিস (হাকেম)।
নীতি জ্ঞান বর্জিত মানুষ পশুর সমান।
– জর্জ রিচার্ড।