তোমাদেরকে তোমাদের রব এ বৃক্ষ থেকে এ জন্যই নিষেধ করেছেন যে, তোমরা উভয়ে ফিরিশতা হয়ে যাবে অথবা চিরজীবী (হয়ে যাবে);
– আল–কোরানের বঙ্গানুবাদ (৭ : ২০) সূরা আল–আ’রাফ।
নামাজ ব্যতীত ইসলাম হয় না এবং ওজু ব্যতীত নামাজ হয় না।
– আল–হাদিস (হাকেম)।
প্রতিটি আলোর পেছনেই ছায়া আছে।
– জন গে।