অতঃপর নিশ্চয় নিশ্চয় আমার জিজ্ঞাসা করার রয়েছে তাদেরকে, যাদের নিকট রসূল গিয়েছেন এবং নিশ্চয় নিশ্চয় আমার জিজ্ঞাসা করার রয়েছে রসূলগণকে।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৭:০৬) সূরা আল–আ’রাফ।
যে ব্যক্তি ছোটদের প্রতি রহম, সৎ কাজের আদেশ ও বদ কাজে নিষেধ না করে, সে আমার উম্মত নয়।
– আল–হাদিস (ইবনে হাব্বান)।
দুর্নীতিপূর্ণ স্বাধীন মানুষ দাসেরও অধম।
– গ্যারিক।