এবং এক জোড়া উটের এবং এক জোড়ার গরুর। আপনি বলুন, ‘তিনি কি নর দুটি হারাম করেছেন, না মাদি দুটিকে, কিংবা ওটাকে, যা মাদি দুটি গর্ভে ধারণ করেছে? তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন?’
–আল কোরানের বঙ্গানুবাদ (৬: ১৪৪) সুরা আন্’আম
আল্লাহর উদ্দেশ্যে যে ক্রোধ দমন করা হয়, তাহার চেয়ে কোনো বীরত্বই আল্লাহর নিকট অধিক শ্রেষ্ঠ নহে।
–আল হাদিস (আহমাদ)
আত্মরক্ষা করা প্রকৃতির প্রথম আইন।
–বাটলার