এরা হচ্ছে তারাই, যাদেরকে তাদের কৃতকর্মের উপর পাকড়াও করা হয়েছে। তাদের জন্য রয়েছে অত্যুষ্ণ পানীয় এবং বেদনাদায়ক শাস্তি, তাদের কুফরের বদলা স্বরূপ।
— আল–কুরআনের বঙ্গানুবাদ (৬.৭০) সূরা ‘আন্’ আম।
তিন ব্যক্তির কলেমা কবুল হয় না, জালিম নেতা বা বাদশাহ তাহাদের মধ্যে একজন।
— আল–হাদিস ( তেবরানী)।
জীবন মানেই সাফল্য এবং সাফল্য মানে দুর্ভোগ।
— এইচ ডাব্লিউ ভ্যানলুন।