এমন লোকদের প্রতি আল্লাহ নিজ দয়া সহকারে প্রত্যাবর্তন করেন এবং আল্লাহ জ্ঞাময়, প্রজ্ঞাময়।
— আল কুরআনের বঙ্গানুবাদ (৪:১৭) সূর নিসা।
তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না।– ধোকাবাজ, কৃপণ ও যে দান করিয়া দানের গৌরস করিয়া বেড়ায়।
— আল–হাদিস (নাছায়ী)
নামে মানুষকে বড় করে না, মানুষই নামকে জাকাইয়া তোলে।
— রবীন্দ্রনাথ ঠাকুর।