এবং যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে তারা বধির ও মূক; অন্ধকার রাশিতে রয়েছে। আল্লাহ যাকে চান বিপথগামী করেন এবং যাকে ইচ্ছা সরল পথে নিয়ে তুলে দেন।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৬:৩৯) সূরা আন্ ‘আম।
প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি ক্রোধকে দমন করে, আখেরাতে আল্লাহতায়ালা তাকে সকলের সম্মুখে দণ্ডায়মান করে বলিবেন– হুরদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তুমি গ্রহণ কর।
– আল–হাদিস (তিরমিজী)।
মনের উদারতার সঙ্গে ঐশ্বর্যের তুলনা করা চলে না।
– মার্শাল।