৭ম বছরে পিটুপি

বিশ্বমানের ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশনের প্রতিশ্রুতি

| শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ৯:৫৫ পূর্বাহ্ণ

‘পরিকল্পনা থেকে পরিপূর্ণতা’-স্লোগানে চট্টগ্রামে যাত্রা শুরু করা কর্পোরেট ব্র্যান্ড পিটুপি, ডিজাইন, বিল্ড এন্ড ম্যাটেরিয়ালের সমন্বিত সেবায় চট্টগ্রাম ছাড়িয়ে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানের বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণে সাফল্যের অগ্রযাত্রার ৬ বছর পূর্তি সম্পন্ন হয় গতকাল বৃহস্পতিবার।
এ উপলক্ষ্যে নগরীর মেহেদিবাগস্থ পিটুপি হেড অফিসের কনফারেন্স হলে গতকাল ৬ বছর পূর্তি উৎযাপিত হয়। এতে বিগত বছর সমূহের সাফল্যের ধারাবাহিকতায় আগামী দিনে আরো বহুতল প্রকল্প নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে বক্তব্য রাখেন পিটুপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক আর্কিটেক্ট মেহেদী ইফতেখার, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, পরিচালক শেফা সাইকা, পরিচালক আর্কিটেক্ট রতন মন্ডল, হেড অব বিজনেস নাজমুল বিন আবেদীন রুবায়েত, ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মহসিন ইকবাল, অ্যাসিসটেন্ট হেড অব ফাইনান্স শাখাওয়াত হোসেন, এক্সিকিউটি ডিরেক্টর (কমিউনিকেশন এন্ড ইভেন্টস) নির্ঝর চক্রবর্তী। পিটুপির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম জানান, পিটুপি বিল্ডিং ম্যাটেরিয়াল, নির্মাণ এবং ফার্নিচারসহ পূর্ণাঙ্গ লাইফ স্টাইলের পরিপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গত ৬ বছর ধরে সাফল্যের সাথে সেবা দিয়ে আসছি। বিগত দিনে আমরা পরিপূর্ণভাবে আধুনিক নির্মাণে ল্যান্ড ডেভলপমেন্টে কাজ করেছি পিটুপি এবং উইকনের মাধ্যমে । পিটুপি’র সফল অগ্রযাত্রায় ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা। পিটুপির পরিচালক আর্কিটেক্ট মেহেদী ইফতেখার জানান, উইকন প্রপার্টিজ স্বচ্ছতার ভিত্তিতে মানসম্পন্ন দ্রুত নির্মাণ ও হস্তান্তরে নতুন বিপ্লব সূচিত হয়েছে যা সাধারণ মানুষের মধ্যে নতুন করে আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করেছে। উইকন এই আস্থার স্থানটুকু অটুট রেখে আগামী দিনে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চায়। পিটুপি’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী জানান, চলতি বছর উইকন প্রপার্টিজ ঢাকা ও চট্টগ্রামে একাধিক প্রকল্পের নির্মাণ কাজ শুরু করবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসর্তা খালের বালু তোলায় ড্রেজার মেশিন ধ্বংস
পরবর্তী নিবন্ধরেল স্টেশনে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার