পরিবার পরিকল্পনা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আগামী ৬–১১ ডিসেম্বর ‘পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হবে। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার আগ্রাবাদস্থ চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অ্যাডভোকেসি ও প্রস্তুুতিমূলক সভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা জেলার উপ–পরিচালক বেগম সাহান ওয়াজের সভাপতিত্বে ও সহকারী পরিচালক লিকসন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (উপকরণ ও সরবরাহ) আবদুর রাজ্জাক, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ বেতারের পরিচালক মো. মাহফুজুল হক। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক (সিসি) ডা. শামীমা হাসনাত। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত কার্যক্রম উপস্থাপন করেন সহকারী পরিচালক লিকসন চৌধুরী। বিভিন্ন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসারবৃন্দ, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। আগামী ৬ ডিসেম্বর শনিবার সকালে নগরীর আগ্রাবাদ মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং বাকলিয়া ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জেলা পর্যায়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।










