চন্দনাইশে পুকুরে ডুবে সাড়ে ৪ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। তার নাম নাজিরা সুলতানা ইসফি। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, জামিজুরী সুন্নীয়া মাদ্রাসার পার্শ্ববর্তী একরাম হোসেনের শিশু কন্যা ইসফি সোমবার বেলা ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করার সময় পার্শ্ববর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তার সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। তাকে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে বর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু ইসফির মামা সাবেক ছাত্রনেতা জমির উদ্দীন সোহেল জানান, ইসফি স্থানীয় প্রাইমারী স্কুলের শিশু শ্রেণীতে পড়তো। তার ছোট বোনের সংসারে একমাত্র কন্যা ছিল সে। বিগত ৬ মাস আগে তার একমাত্র ভাগিনা মোহাম্মদ ইসরাফ সাফিও নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। ৬ মাসের ব্যবধানে ভাই–বোন দু’জনের মৃত্যুতে পুরো জামিজুরী গ্রামে শোকের ছায়া নেমে আসে।












