৬ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে স্বাধীনতা স্মারক পদক দিচ্ছে চসিক

প্রদান করা হবে আজ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় আন্দকিল্লাস্থ চসিক পুরাতন নগর ভবনের কে বি আবদুস ছত্তার মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ২০২২ উপলক্ষে চট্টগ্রামের ৬ জন স্বনামধন্য ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা সম্মাননা স্মারক পদক প্রদান করা হবে। যারা পদকের জন্য মনোনিত হয়ছেন তারা হলেন স্বাধীনতায় এম এ ওহাব (মরণোত্তর), মুক্তিযুদ্ধে এস ইউসুফ (মরণোত্তর), সাংবাদিকতায় হেলাল উদ্দিন চৌধুরী, সংস্কৃতিতে ওস্তাদ জগদানন্দ বড়ুয়া (মরণোত্তর), ক্রীড়ায় নজরুল ইসলাম লেদু (মরণোত্তর), চিকিৎসায় ডা. একিএম সিরাজুল ইসলাম এবং সমাজসেবায় পদক পাচ্ছে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধদেশের গান জাগরণের গানের প্রকাশনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধকবি নজরুল একাডেমির অনুষ্ঠান উদ্বোধন