৬ দফার মধ্য দিয়ে অঙ্কুরিত হয় স্বাধীনতার স্বপ্নবীজ

আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ৮ জুন, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, ঐতিহাসিক ছয় দফা বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য প্রতিবাদী আত্মত্যাগে ভাস্বর। ৬ দফা আন্দোলনের মধ্য দিয়ে অঙ্কুরিত হয় স্বাধীনতার স্বপ্নবীজ।

ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতিবৃন্দ অধ্যাপক মোঃ মঈনুদ্দিন, মহিউদ্দিন আহমেদ রাশেদ, আবুল কাশেম চিশতি, আবুল কালাম আজাদ, এ টি এম পেয়ারুলইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট এম এ নাসের চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাহ্‌ উদ্দিন লাবলু, আলাউদ্দিন সাবেরী, গোলাম রাব্বানী, ডাঃ নুরুদ্দিন জাহেদ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজ, যুবনেতা কাজী আইয়ুব আলী, মোঃ ইছহাক, নুরুল আলম সিদ্দিকী, মিন্টু বড়ুয়া, ছাত্রনেতা অভি চৌধুরী।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বাঙালি জাতির মুক্তি সংগ্রামে এক অনন্য ও গৌরবোজ্জ্বল দিন ৭ জুন। ১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা গণমানুষের দাবিতে রূপান্তর হয়েছে এবং দেশব্যাপী গণআন্দোলনের সূচনা হয়েছে। ৭ জুন শহীদ মনু মিঞা সহ শহীদেরা জাতিকে আত্মত্যাগে উদ্বুদ্ধ করেছে। এ দিনটি বাংলার স্বাধিকার আন্দোলনকে স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত করেছিল। ছয় দফা পাকিস্তানিদের স্বরূপ উন্মোচিত হয়েছিল এবং বাঙালির বিজয়ের পথ খুলে গিয়েছিল। গতকাল বিকেল ৪টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয় চত্বরে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহসভাপতি এড. মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন মনসুর, আইন বিষয়ক সম্পাদক এড. মির্জা কছির উদ্দিন, উপদেষ্টা মাস্টার সিরাজুল ইসলাম, আবদুল কাদের সুজন, বিজয় কুমার বড়ুয়া, বোরহান উদ্দিন এমরান, খালেদা আক্তার চৌধুরী, এড. আবদুর রশিদ, জয়নাল আবেদীন জুনু, মো: জসীম উদ্দিন, ইঞ্জি: মুনির উদ্দিন আহমদ, নাছির উদ্দিন, নঈমুল হক পারভেজ, মমতাজ উদ্দিন, সুরেশ দাশ, এম এ হাশেম, ডা: আর কে রুবেল, প্রকৌশলী দীপংকর দাশ, লায়ন সাবের আহমদ, মৃদুল কান্তি দাশ, আবদুল আলিম, আবদুল্লাহ আল নোমান বেগ, মাহমুদুল হক বাবুল, মফিজুর রহমান বাহাদুর, সাজ্জাত হোসেন, মামুনুর রহমান চৌধুরী, এস এম ডি মোস্তফা কামাল প্রমুখ।

বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা : বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ‘ঐতিহাসিক ছয় দফা : জাতীয় মতৈক্যের স্মারক, অসহযোগ আন্দোলন ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়েদা তাহেরের সভাপতিত্বে ও সুমন গাঙ্গুলির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম, সংগঠনের সাঃ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মু. আইয়ুবুর রহমান, কাজী মেজবাহ উদ্দিন আহমদ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রোডম্যাপ মূলত রচিত হয়েছিল বঙ্গবন্ধুর ছয় দফা থেকেই। এটি ছিলো রাজনীতিতে বঙ্গবন্ধুর দূরদর্শী একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।

পূর্ববর্তী নিবন্ধদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে সরকার
পরবর্তী নিবন্ধপ্রেমের টানে শ্রীলঙ্কার তরুণী ফটিকছড়িতে