পৃথক অভিযানে মোটরসাইকেল হেফাজতে রাখার অভিযোগে তিনজনকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চান্দগাঁও থানার খাজা রোড সংলগ্ন খরমপাড়াস্থ খাতুন ভবন–২ এর সামনে থেকে গত সোমবার একটি চোরাই মোটরসাইকেলসহ মো. মহিউদ্দিন নামে একজনকে আটক করা হয়। অপর এক অভিযানে কক্সবাজার জেলার রামু থানার রাজারকুল শিকলঘাট এলাকা থেকে মো. কামাল উদ্দিন ও মো. জয়নাল আবেদীন প্রকাশ আবু নামে দুইজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় পাঁচটি চোরাই মোটরসাইকেল।











