আনোয়ারায় রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের (রেজি নং– চট্ট–১৯৮৬) নির্বাচন বন্ধের অপচেষ্টা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন সিইউএফএল, কাফকো ও ডিএপি সার কারখানার শ্রমিকেরা।
গতকাল বুধবার সকালে সিইউএফএল জেটি এলাকায় কারখানার শ্রমিকরা এই মানববন্ধন করেন। এ সময় শ্রমিকেরা ৬ ঘণ্টা সার সরবরাহ কাজ বন্ধ রাখেন। এতে কারখানার লোড–আনলোডসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এ ঘটনার পর গতকাল বিকালে নির্বাচন বন্ধ করতে হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দিয়েছেন সংগঠনের এক নেতা।
জানা যায়, দীর্ঘ ৯ বছর শ্রমিক সংগঠনের কোনো নির্বাচন না দিয়ে জোর পূর্বক ক্ষমতার অপব্যবহার করে একটি মহল ঠিকাদারদের এ সংগঠন নিয়ন্ত্রণ করতো। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে সারা দেশের ন্যায় তিন সার কারখানার ঠিকাদার শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের দাবির মুখে শ্রম অধিদপ্তর আগামী ৩ নভেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেয়। তারই প্রেক্ষিতে ৩ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। কিন্তু শ্রমিকদের দাবি একটি বিশেষ মহল নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। তার প্রতিবাদে সাধারণ শ্রমিকেরা এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেন। সমাবেশে বক্তব্য রাখেন উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় আমাকে কিছু জানাননি। তিনি জানালে আমি বক্তব্য দিতে পারব।