৬৫ জন রোহিঙ্গা বোঝাই নৌকা প্রতিহত করল বিজিবি

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নাফনদী জিরো লাইন দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬৫ জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকাকে প্রতিহত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। গতকাল দুপুর ২টার দিকে উপজেলার হ্নীলার নাফনদীর দমদমিয়া সংলগ্ন জিরো লাইন থেকে রোহিঙ্গা বোঝাই নৌকাটি প্রতিহত করা হয়েছে। টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুরের দিকে একটি কাঠের নৌকা বোঝাই ৬৫ জন রোহিঙ্গার দলকে নাফনদীর জিরো লাইন থেকে প্রতিহত করা হয়। নৌকাটিতে সকলেই পুরুষ ছিলেন। পরে নৌকাটি মিয়ানমারে ফিরে যেতে বাধ্য হয়। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পাহাড় কাটায় ২ জনের কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধতিন দিনের সফরে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী