নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলার দাবিতে সারাদেশে জেলায় জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ৬৪ জেলায় বিএনপি সমাবেশ করবে। ১১ ফেব্রুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হয়ে রমজান শুরুর আগেই শেষ হবে। জেলায় জেলায় সভা–সমাবেশের পর পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরে সভা–সমাবেশ হবে। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানান রিজভী। খবর বিডিনিউজের।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এই সংবাদ ব্রিফিংয়ে বিএনপি দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন উপস্থিত ছিলেন।