হাটহাজারীতে একটি পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার উত্তর মিরেরখীল ৮ নং ওয়ার্ডের মো. আনোয়ার কোম্পানি ঘরে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল নগদ অর্থ স্বর্ণালংকার, তিনটি মোটরসাইকেল, সিসি ক্যামেরাসহ আনুমানিক ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা মো. আনোয়ার বাদী হয়ে গতকাল রোববার থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনার পরদিন শনিবার রাউজান থানার সর্তা এবং ফটিকছড়ি থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সংবাদ পেয়ে গত শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল মো. শাহাদাত হোসেন, থানার ওসি রফিকুল ইসলাম ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলার বাদী আনোয়ার জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে ১০/১২ জনের মুখোশ পরিহিত ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের ভিতর প্রবেশ করেন। এরপর তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরার চাবি তাদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। চাবি ডাকাত দলের হাতে তুলে না দিলে পরিবারের লোকজনকে জানে মেরে ফেলার হুমকি দেন। জীবনের ভয়ে তিনি ডাকাত দলের হাতে আলমিরার চাবি তুলে দেয়। ডাকাতেরা চাবি হাতে পেয়ে পরিবারের সদস্যদের ওড়না দিয়ে হাত পা বেঁধে ফেলে এবং তাদের মোবাইল ফোন নিয়ে ফেলে। ডাকতদল চাবি নিয়ে ঘরের বিভিন্ন আলমিরাতে রক্ষিত ৪৫ ভড়ি স্বর্ণালংকার, ২.৭০ সেন্ট ডাইমন্ড ২২ লাখ নগদ টাকা, ১৫ টি হাতঘড়ি, ১১ টি মোবাইল, সাত লাখ টাকা মূল্যের তিনটি মোটরসাইকেল, সিসি টিভির ফুটেজের কম্পিউটার ডিভাইস খুলে নিয়ে যায়।
ডাকাতেরা ঘরের দরজা না ভেঙে কীভাবে ঘরে ঢুকেছে গৃহকর্তার নিকট গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ধ্যার দিকে ঘরের মূল ফটক খোলা পেয়ে হয়তো কৌশলে ডাকাত দলের কোনো সদস্য ভিতরে ঢুকে লুকিয়ে ছিল। পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ার পর সে দরজা খুলে দিলে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে এই ডাকাতি করেছে।
এদিকে গত ১০ মার্চ উপজেলার বুড়িশ্চর বাজারে হারুন জুয়েলার্স নামে একটি স্বর্নের দোকানে ডাকাতি সংঘটিত হয়। দোকানের পিছনে পাকা দেওয়াল কেটে ডাকাতেরা প্রায় ১শ ভরি স্বর্ণালংকার লুঠ করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা। এই ডাকাতির ঘটনায় দোকানের মালিক মো. তৌহিদুল আলম (৩৫) বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন।