কক্সবাজারে ৬শ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। গত সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মো. মফিজের ছেলে মো. সোহাগ (২২) ও একই জেলার জোন কানন ইউনিয়নের মো. আবুলের ছেলে সবুজ মিয়া (২০)। র্যাব জানায়, আটককৃতরা প্রাইভেটকারে ফেনসিডিল পাচার করছিল।কক্সবাজার র্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, মাদক পরিবহন কাজে জড়িত থাকায় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার র্যাবের পক্ষ থেকে বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা রুজু করা হয়। আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।