বিশ্বের তৃতীয় ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বোলার হিসেবে স্বীকৃত টি–টোয়েন্টিতে ৬শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ডান–হাতি স্পিনার সুনীল নারাইন। সমপ্রতি, শারজাহতে আন্তর্জাতিক লিগ টি–টোয়েন্টির (আইএলটি–টোয়েন্টি) দ্বিতীয় ম্যাচে শারজাহ ওয়ারিয়ার্সের বিপক্ষে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে ৪ ওভারে ২২ রানে ১ উইকেট নেন নারাইন। এর মাধ্যমে টি–টোয়েন্টিতে ৬শ উইকেটেরে মাইলফলক স্পর্শ করেন তিনি। ৫৬৮ ম্যাচে ১৩ হাজার ২৫৫ রান দিয়ে ৬ দশমিক ১৬ ইকোনমিতে ৬০০ উইকেটের মালিক এখন ৩৭ বছর বয়সি নারাইন। টি–টোয়েন্টিতে নারাইনের ক্যারিয়ার সেরা বোলিং ১৯ রানে ৫ উইকেট। ম্যাচে ৫ বা ততোধিক উইকেট একবারই নিয়েছেন তিনি। নারাইনের গড় ২২ দশমিক ০৯ ও স্ট্রাইক রেট ২১ দশমিক ৪। ৪৯৯ ম্যাচে ৬৮১ উইকেট নিয়ে স্বীকৃত টি–টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারের বিশ্ব রেকর্ডের মালিক আফগানিস্তানের রশিদ খান। এরপর আছেন নারাইনের স্বদেশি ডোয়াইন ব্রাভো। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ব্রাভো।












