৫ হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় ৫ হাজার প্যাকেট অবৈধ বিদেশি সিগারেটসহ রিপন বড়ুয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ৮টার দিকে নতুন ব্রিজের গোল চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিপন বড়ুয়া বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম রণজিত বড়ুয়া। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, সরকারী শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশি ব্রান্ডের সিগারেটগুলো অবৈধ প্রক্রিয়ায় বাংলাদেশে আনা হয়েছে। আটক রিপন বড়ুয়া সিগারেটের চালানটি নিয়ে বান্দরবান থেকে চটট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। একটি যাত্রীবাহী বাসযোগে তিনি শাহ আমানত সেতু এলাকায় পৌঁছে গাড়ি থেকে নেমে যান। এরপর রেয়াজুদ্দিন বাজারে যাওয়ার পথে বাকলিয়া থানা পুলিশের একটি টিম তাকে সিগারেটসহ আটক করে। এসময় তার কাছ থেকে ৫ হাজার প্যাকেট বিদেশি ব্রান্ডের সিগারেট জব্দ করা। যার আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে : আসিফ মাহমুদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বেতার কেন্দ্রকে দ্রুত সময়ের মধ্যে আধুনিকায়ন করা হবে : তথ্য ও সমপ্রচার সচিব