চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত দেশের বরেণ্য ৫ শিক্ষাবিদকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে অবস্থিত ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন এলাকা পরিদর্শন করেন উপাচার্য ও অতিথিবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক কাজী আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস. এম. শামীম রেজা ও অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. খাদেমুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবির। পরিদর্শনকালে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আগত অতিথিদের স্বাগত জানান এবং চবির গবেষণা কার্যক্রম, একাডেমিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ে উপাচার্য ও অতিথিবৃন্দের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অতিথিদের সামনে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রকল্পসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি গবেষণায় এই প্রকল্পের গুরুত্ব ও সম্ভাবনার কথা উল্লেখ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শাহাব উদ্দিন নীপু এবং একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম।










