৫ শতাংশ সারচার্জে পরিশোধ করা যাবে বকেয়া বিদ্যুৎ বিল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১০:১৫ পূর্বাহ্ণ

২০১১ সালের ডিসেম্বর মাসের আগের সমস্ত বকেয়া বিদ্যুৎ বিলের ক্ষেত্রে মাত্র ৫ শতাংশ সারচার্জ যোগ করে পরিশোধ করা যাবে বকেয়া বিদ্যুৎ বিল। বিউবো’র বিতরণ অঞ্চল, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. শামছুল আলম বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এ ট্যারিফ অনুযায়ী গ্রাহককে মূল বকেয়া বিদ্যুৎ বিলের সঙ্গে মাত্র ৫ শতাংশ বিলম্ব সারচার্জ ফি প্রদান করতে হবে।
গতকাল সোমবার চট্টগ্রামের আগ্রাবাদস্থ বিদ্যুৎ ভবনের বিজয় হলে পল্লী বিদ্যুৎ ও পিজিসিবিএল এর কর্মকর্তাদের নিয়ে বিদ্যুৎ চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শামছুল আলম বৈঠক করেছেন। বৈঠকে প্রধান প্রকৌশলী মো. শামছুল আলম বলেন, সংশ্লিষ্ট সময়ের বিদ্যুৎ বিল বকেয়ার জন্য নির্দিষ্ট ৫ শতাংশ বিলম্ব সারচার্জ ফি ছাড়া গ্রাহককে বাড়তি কোনো ফি বা জরিমানা প্রদান করতে হবে না। বিউবো’র গ্রাহকের পাশাপাশি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিকট হস্তান্তরিত গ্রাহকের ক্ষেত্রেও একইভাবে বকেয়া পরিশোধের সুযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ সাবেক এমপি নজরুল ইসলামের ৯ম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধপ্রাথমিকে একই রোল নিয়ে পরের ক্লাসে