৫ মাসে কাপ্তাই হ্রদে মাছ শিকারে শুল্ক আদায়ে রেকর্ড

| বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৪ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত ৫ হাজার ৮১৪ মেট্রিক টন মাছ শিকার করা হয়েছে। এ থেকে শুল্ক আদায় হয়েছে ১১ কোটি ৮২ লাখ টাকা। যা অতীতের যেকোনো সময় থেকে সর্বোচ্চ শুল্ক আদায়ের রেকর্ড।

হ্রদে মাছ আহরণ ও বাজারজাতকরণে শৃঙ্খলা, শতভাগ শুল্ক আদায়সহ নানামুখী পদক্ষেপের কারণে এ সফলতা এসেছে বলে জানিয়েছে রাঙামাটি মৎস্য উন্নয়ন করপোরেশন। খবর বাংলানিউজের।

গত বছর কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন এবং কার্প জাতীয় মাছের আধিক্য বাড়াতে ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত মাছ শিকার ও বিপণনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। হ্রদে পানি না বাড়ায় দুই দফা বাড়িয়ে এটি ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। পহেলা সেপ্টেম্বর মধ্যরাত থেকে শুরু হয় হ্রদে মাছ শিকার। হ্রদ থেকে আহরিত মিঠা পানির মাছের মধ্যে রয়েছেকাঁচকি, চাপিলা ও রুই জাতীয় মাছ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান বিচারপতির বাসভবনে হামলা রাষ্ট্রদ্রোহের শামিল : হাই কোর্ট
পরবর্তী নিবন্ধপ্রাণিসম্পদ মন্ত্রী ও কৃষিমন্ত্রীর সঙ্গে বিডিএফএ নেতৃবৃন্দের মতবিনিময়