৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা করলো ১৩ বছরের কিশোর!

লামা প্রতিনিধি | শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৪২ পূর্বাহ্ণ

লামায় ৫ বছরের শিশুকে কুপিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। নিহত শিশুর নাম সাদিয়া মনি ()। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্লা ঝিরি মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া একই এলাকার মো. ইদ্রিসের মেয়ে। স্থানীয়রা অভিযুক্ত কিশোর হেলাল উদ্দিনকে (১৩) রক্তাক্ত দা’সহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ৮টার দিকে শিশু সাদিয়া ঘর থেকে খেলতে বের হয়। এ সময় প্রতিবেশী নবী হোসেনের ছেলে হেলাল উদ্দিন (১৩) ও তার বোন রিয়া মনি () এক সাথে খেলছিল। খেলার সময় হেলাল উদ্দিন সাদিয়াকে পাহাড়ে ডেকে নিয়ে যায়। পরে শিশু সাদিয়ার রক্তাক্ত উদ্ধার করা হয়। এ সময় হেলালের কাছ থেকে রক্তমাখা দা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ওই দা দিয়ে সাদিয়াকে কুপিয়ে হত্যা করে হেলাল। ঘটনার পর হেলাল উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

জানা যায়, গত ৩ বছর ধরে নবী হোসেন ও ইদ্রিস নামের দুই রোহিঙ্গা পরিবারসহ বাঁশখাইল্লা ঝিরির মুসলিম পাড়ার বাসিন্দা নাজেম উদ্দিনের বাগানে কেয়ারটেকার হিসেবে সেখানে বসবাস করছিলেন।

লামা থানার ওসি মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে। নিহত শিশু সাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লামা থানায় মামলা হয়েছে।