ঈদের ছুটিতে ৫দিন বন্ধ থাকার পর গতকাল থেকে আবার পার্সেল ট্রেন চলাচল শুরু হয়েছে । তবে লকডাউনের মেয়াদ ২৩ মে পর্যন্ত বৃদ্ধি করায় যাত্রীবাহী ট্রেন কবে নাগাদ চালু হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
গতকাল পার্সেল ট্রেনে ১ লাখ ২১ হাজার টাকা আয় হয় বলে জানান চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী । পার্সেল ট্রেনের ৫টি বগিই পূর্ণ ছিল গতকাল। দেশব্যাপী করোনার সংক্রমণ ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন। তবে করোনা-লকডাউনের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক কৃষকের কৃষিপণ্য স্বল্প দামে সারাদেশে পৌঁছে দেয়ার জন্য পার্সেল ট্রেন চালু রাখে রেল মন্ত্রনালয়। তবে পার্সেল ট্রেনে প্রথম প্রথম আয় কম হলেও এখন আয় ভালোই হচ্ছে বলে জানান রেল কর্মকর্তারা। পার্সেল ট্রেনের পাশাপাশি গুডস ট্রেন, কন্টেনার ও তেলবাহী ট্রেনের চলাচলও শুরু হয়েছে।