৫ দিন পর খাগড়াছড়িতে থানার আংশিক কার্যক্রম শুরু হয়। গতকাল শনিবার সকাল থেকে নাগরিক সেবা কার্যক্রম শুরু করেন সদর থানা পুলিশের সদস্যরা। তবে এখন পর্যন্ত অনেক পুলিশ সদস্য স্বাভাবিক কার্যক্রমে ফেরেন নি। সদর মডেল থানায় গিয়ে দেখা গেছে, কেউ কেউ দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন। আংশিক কার্যক্রমের মধ্যে সেবা প্রদানে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। এছাড়া থানায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীর টহলও রয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীর হাসান জানান, প্রাথমিকভাবে থানার পুলিশ সদস্যদের মানসিক স্থিতিশীলতার জন্য কাজ করা হচ্ছে। খুব শীঘ্রই থানার কার্যক্রম স্বাভাবিক হবে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় থেকে বর্তমান অব্দি সদর মডেল থানায় ভাঙচুর অগ্নি সংযোগের মত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।