৫ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদনের অনুমোদন

অবৈধভাবে গ্যাস-সংযোগ স্থানান্তর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

অবৈধভাবে গ্যাসসংযোগ স্থানান্তর ও নতুন সংযোগ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিলে অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল এ সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রাম আদালতে জমা হয়েছে। দুদক প্রধান কার্যালয়ের কমিশনার (তদন্ত) জহুরুল হকের সই করা চিঠিটি গত ১৩ ফেব্রুয়ারি ইস্যু হয়। আদালতে থাকা দুদকের জিআরও আব্দুল লতিফ আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধচবির সিন্ডিকেট নির্বাচন ৬ মার্চ, প্রার্থী ১৫ জন
পরবর্তী নিবন্ধ৭ মার্চ পবিত্র শবে বরাত