৫ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার

পটিয়ায় সওজ’র অভিযান

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধ দখলে থাকা ৫ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করেছে সড়ক জনপদ বিভাগ। গত এক সপ্তাহ ধরে চলা অভিযানে পটিয়া সড়ক উপ-বিভাগের পার্শ্বে ও বাইপাস (চক্রশালা) অংশ থেকে এসব ভূমি উদ্ধার করা হয়। দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহের নেতৃত্বে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেক ও সাফায়াত বিন রশিদ, উপ-সহকারী প্রকৌশলী নাজিম উদ্দিন, মোহাম্মদ ইউনুস, নঙাবিদ মোক্তাদের মাওলা সার্ভেয়ার, শুভাশীষ চাকমাসহ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। এস্টেট ও আইন কর্মকর্তা (উপ-সচিব) মনোয়ারা বেগম অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে সহযোগিতা করেন।
এ বিষয়ে দোহাজারী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, এসব জায়গা দীর্ঘদিন ধরে বেহাত অবস্থায় ছিল। সওজ’র উদ্ধারকৃত ভূমির পরিমাণ ৪০ শতাংশ, যার বর্তমান বাজার মূল্য ৫ কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধইউএই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভা
পরবর্তী নিবন্ধআকবর শাহ থানায় যুবদলের শীতবস্ত্র বিতরণ