আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫টি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়।
সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে আনোয়ারার বটতলী ইউনিয়নের শাহ্ মোহছেন আউলিয়া ব্রিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কর্ণফুলী উপজেলার হাজী তৈয়ব ব্রিক, চিটাগাং ব্রিক, মেসার্স জুলধা ম্যানুয়াল ব্রিক ও টিএনবি ব্রিককে ১ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না করায় এসব জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন এসব ব্রিকের জন্য ফসলি জমির মাটি কাটার মহোৎসব চলছে। তারা ফসলি জমির মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম ও শেখ মুজাহিদ। এছাড়া র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।











