৫ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে অবিলম্বে জুলাই বিপ্লবের সনদ দিন

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে নজরুল ইসলাম

| সোমবার , ৩০ জুন, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, কিউবার স্বৈরশাসক ফুলজেনসিও বাতিস্তাকে উৎখাতের লক্ষ্যে ১৯৫৩ সালের ২৬ জুলাই সান্তিয়াগো মনকাডা ব্যারাকে যে অভিযান পরিচালনা করেছিল তা ব্যর্থ হলেও ‘২৬ জুলাই আন্দোলন’ স্বৈরশাসন বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে। আর ৩৬ জুলাই (৫ আগস্ট) বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ দেড় যুগের স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে উৎখাত করে গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনর্গঠনের সুযোগ করে দিয়েছে। গত শনিবার সন্ধ্যায় দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দু’হাজারেরও বেশি শাহাদাত, হাজারো মানুষের পঙ্গুত্ব ও অন্ধত্ব, হাজার হাজার পরিবারের নির্যাতননিপীড়নের সিড়ি বেয়ে একটি সফল বিপ্লবের ইতিহাস বাংলাদেশেই সৃষ্টি করতে পেরেছে আমাদের দামাল ছেলেরা। জেনারেশন জেড এর আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল গোটা জাতি। শ্রমিক, ছাত্র, জনতা একাকার হয়ে গিয়েছিল।

নজরুল ইসলাম বলেন, নারীপুরুষ, শিশু নির্বিশেষে সকলেই নেমে পড়েছিল জীবনের বিনিময়ে হলেও ফ্যাসিবাদ উৎখাতের শপথ নিয়ে। কাজেই সে দিবসটিকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করতে হবে এবং অবিলম্বে জুলাই সনদ দিতে হবে। জুলাই সনদের সংযুক্তি হিসেবে সকল শহীদ, আহত, পঙ্গু, অন্ধ ও নির্যাতিতদের নাম পরিচয়সহ গেজেট ভুক্ত করতে হবে।

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেনসংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। জুলাই চেতনা বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করতে আজ ইসলামী জনতার যে ঐক্য গড়ে উঠেছে তা আরো সুসংহত করতে হবে।

উক্ত কর্মপিরষদ বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও ডা. এ কে. এম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী ও অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুরাদনগরের দুষ্কৃতকারীদের কঠোর শাস্তির দাবি
পরবর্তী নিবন্ধপেকুয়ার শিলখালিতে ক্রীড়া সামগ্রী বিতরণ