৫৮ বছর পর সিরিয়ার কোনো প্রেসিডেন্ট যোগ দিচ্ছেন জাতিসংঘের অধিবেশনে

| মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১:১১ অপরাহ্ণ

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন সিরিয়ার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আলশারা। খবর বিডিনিউজের।

১৯৬৭ সালের পর এবারই প্রথম সিরিয়ার কোনো প্রেসিডেন্ট জাতিসংঘের অধিবেশনে অংশ নিচ্ছেন, সোমবার আরব দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এতথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ৫৮ বছর আগে সর্বশেষ সিরিয়ার প্রেসিডেন্ট নুরেদ্দিন আলআতাশি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন।

সিরিয়ার এখনকার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট শারা একসময় ওই অঞ্চলের মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আলকায়েদার নেতা ছিলেন, তাকে হত্যায় যুক্তরাষ্ট্র এক কোটি ডলার পুরস্কারও ঘোষণা করেছিল। বাশার আলআসাদকে ক্ষমতা থেকে সরিয়ে গত বছর তিনি দামেস্কের রাজনীতির নিয়ন্ত্রণ নেন। এ বছরের মেতে সৌদি আরবের রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ তাকে বড় ধরনের কূটনৈতিক জয় এনে দেয়।

ওই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র পরে সিরিয়ার ওপর থেকে বেশিরভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তুলে নেয় শারাকে হত্যার জন্য ঘোষিত পুরস্কারও।

পূর্ববর্তী নিবন্ধপাশাপাশি বসে কথা-করমর্দন, আবার একসঙ্গে প্রকাশ্যে ট্রাম্প-মাস্ক
পরবর্তী নিবন্ধপ্রতিশোধ না নিতে ইসরায়েলকে যুক্তরাজ্যের হুঁশিয়ারি