আজাদী প্রতিবেদন ম র্যাব-৭, চট্টগ্রামের পৃথক দু’টি অভিযান টিম মিরসরাই ও সীতাকুন্ড থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৮৬ বোতল ফেনসিডিল ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি টেক্সিও জব্দ করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ি হলেন- মো. আব্দুল মান্নান (৪৫) ও মো. আলাউদ্দিন রনি (৩২)। এরমধ্যে মিরসরাইয়ের মিঠাছরা বাজার থেকে ৪৮৭ বোতল ফেনসিডিল এবং সাড়ে ৪ কেজি গাঁজাসহ মান্নানকে এবং রনিকে সীতাকুন্ডের মধ্যম ছলিমপুর জাফরাবাদ এলাকা থেকে ৯৯ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। গতকাল ২৪ ফেব্রুয়ারি এই দুই মাদক ব্যবসায়িকে আটকের কথা জানায় র্যাব। উদ্ধার করা ৫৮৬ বোতল ফেনসিডিল ও সাড়ে ৪ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ টাকা বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।