চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ৫৫তম সীরতুন্নবী (স.) মাহফিলের প্রস্তুতি সভা গত ১২ আগস্ট অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রাহ.) প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিল ১৯৭২ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। আবদুল আজিজ শোয়াইবের উপস্থাপনায় এএইচএম শাকিলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন, মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক মু. ইবনে দিনার নাজাত, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চুনতি আনজুমান ই ইখওয়ান ত্বরিকতের খলিফা মুযায এবং শাহী জামে মসজিদের খতিব অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, চবি আরবি ও সাহিত্যের প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের, চবি ইসলামিক স্টাডিজ প্রফেসর ড. এনামুল হক, ড. এনামুল হক মোজ্জাদেদি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের প্রফেসর ও চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হেলাল উদ্দিন নোমান, ডা. মাহমুদুর রহমান, মোতোয়াল্লী কমিটির যুগ্ম সম্পাদক ইসমাঈল মানিক, অলিউদ্দিন মোহাম্মদ, আবদুল বাসেত দুলাল, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসাইন, কোষাধ্যক্ষ ইদ্রিস মিনহাজ, কাজী আরিফ, মাওলানা সফওয়ান আজহারী, সাংবাদিক আবুল হোছাইন, সাইফুর রহমান, ইঞ্জিনিয়ার সমির উদ্দিন, এম ডি জুনায়েদ প্রমুখ। আবু দাউদ মুহাম্মদ শাহ শরীফের মিলাদ ও কিয়ামের পর মুনাজাত পরিচালনা করেন মাওলানা জাফর সাদেক নিয়াজি। প্রেস বিজ্ঞপ্তি।