৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে গতকাল ২৩ ফেব্রুয়ারি রোববার বিভিন্ন ইভেন্টের নিষ্পত্তি হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে এ্যাথলেটিক্সের বর্শা নিক্ষেপ বালক বড় বিভাগে প্রথম হন খুলনা গোলাপ অঞ্চলের নাসিব কাজী। এ ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেন ঢাকা পদ্ম অঞ্চলের শেখ পারভেজ। তৃতীয় স্থান পান খুলনা গোলাপ অঞ্চলের ইয়াসিন আরাফাত ওয়ালিদ। এছাড়া ১০০মিটার দৌড় বালক মধ্যম বিভাগে প্রথম স্থান অধিকার করেন ময়মনসিংহ পদ্ম অঞ্চলের শাওন মিয়া। দ্বিতীয় স্থান পান বরিশাল গোলাপ অঞ্চলের মাহাদী মোহাম্মদ। তৃতীয় স্থান অধিকার করেন রাজশাহী চাঁপা গোলাপ অঞ্চলে আনোয়ারুল ইসলাম। উচ্চ লাফ বালক বড় বিভাগে খুলনা গোলাপ অঞ্চলের মো. সাদিক হৃদয় প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় স্থান পান বি–বাড়িয়া বকুল অঞ্চলের আশরাফুল ইসলাম রুহান।
তৃতীয় স্থান অধিকার করেন খুলনা গোলাপ অঞ্চলের মো ইব্রাহিম। ২০০মিটার দৌড় বালক বড় বিভাগে প্রথম হন কুমিল্লা বকুল অঞ্চলের ইসমাইল হোসেন মারুফ। দ্বিতীয় স্থান অধিকার করেন ঢাকা পদ্ম অঞ্চলের রিয়াদ ইসলাম। তৃতীয় স্থান পান ময়মনসিংহ পদ্ম গোলাপ অঞ্চলে ইয়াসিন মাহমুদ। ১০০মিটার দৌড় বালিকা বড় বিভাগে প্রথম স্থান লাভ করেন ময়মনসিংহ পদ্ম অঞ্চলের ফাতেমা আক্তার। দ্বিতীয় স্থান পান কিশোরগঞ্জ পদ্ম অঞ্চলের হালিমা তানহা। তৃতীয় স্থান অধিকার করেন রংপুর চাঁপা গোলাপ অঞ্চলে সাদিয়া আক্তার। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজিত এবারের আসরে প্রতিবারের মত সারাদেশকে চারটি অঞ্চলে (চাঁপা, বকুল, গোলাপ, পদ্ম) ভাগ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে তিন দিনব্যাপি এ আয়োজনে হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, সাইক্লিং, অ্যাথলেটিকস ডিসিপ্লিনে অংশগ্রহণ করে প্রতিযোগীরা। প্রতিযোগিতার ২য় দিনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. একেএম সামসুদ্দিন আজাদ সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। আসরের দ্বিতীয় দিনে ১০টি ইভেন্টের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।